চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS) জেনারেল বিপিন রাওয়াত (Bipin Rawat) তামিলনাড়ুর সুলুর এয়ারবেস থেকে বেলা ১১.৪৮ মিনিটে উড়েছিলেন৷ মিনিট দশেক পরেই, ১২টা ৮ মিনিট নাগাদ তাঁর কপ্টার রাডারের বাইরে চলে যায়।
বৃহস্পতিবার সংসদের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) এই তথ্য দিয়েছেন। তিনি জানিয়েছেন, স্থানীয়রা জঙ্গলে আগুন জ্বলতে দেখে প্রশাসনকে খবর দেন৷ উদ্ধারকারী দল দ্রুত সেখানে পৌঁছে যায়। Mi-17V5 চপারের ১৪ জন যাত্রীর মধ্যে ১৩ জনই প্রাণ হারিয়েছেন৷ একমাত্র জীবিত গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং (Varun Singh) মিলিটারি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন।
রাজনাথ সিং সংসদে জানিয়েছেন, এয়ারফোর্স (IAF) ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। চপারের ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে।
প্রতিরক্ষামন্ত্রী জানান, পূর্ণ সামরিক মর্যাদায় বিপিন রাওয়াতের শেষকৃত্য সম্পন্ন হবে।
Bipin Rawat: ৪০ বছরের দীর্ঘ কেরিয়ারে স্পর্শ করেছিলেন বহু শিখর, ছিলেন দেশের প্রথম সেনা সর্বাধিনায়কও
জেনারেল রাওয়াত নীলগিরি পাহাড়ের ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজে বক্তৃতা করতে গিয়েছিলেন। জানা গিয়েছে, কুয়াশার জন্য দৃশ্যমানতা কমে যাওয়াতেই এই দুর্ঘটনা ঘটেছে।