রবিবার অভিনেত্রী রকুলপ্রীত সিংয়ের জন্মদিন ৷ আর এই বিশেষ দিনেই অভিনেত্রী প্রকাশ্যে আনলেন সেই বিশেষ মানুষের নাম ৷ গুঞ্জন ছড়িয়েছিল আগেই ৷ এবার তাতে শিলমোহর দিলেন অভিনেত্রী নিজেই ৷ ইনস্টাগ্রামে একটা রোমান্টিক পোস্ট করে জানিয়ে দিলেন, অভিনেতা জ্যাকি ভগনানির সঙ্গেই প্রেম করছেন রকুলপ্রীত ৷ জ্যাকি ভগনানিও তাঁদের সম্পর্কের কথা স্বীকার করে নিয়েছেন ৷
দুজনেই ইনস্টায় একটি রোমান্টিক ছবি পোস্ট করেছেন ৷ যেখানে হাতে হাতে রেখে, একে অপরের দিকে তাকিয়ে রয়েছেন দুজনে ৷ দুজনেই ব্যক্ত করেছেন তাঁদের মনের কথা ৷ 31 তম জন্মদিনে জ্যাকির উদ্দেশে রকুল ক্যাপশনে লিখেছেন, ‘ তুমি আমার জীবনের শ্রেষ্ঠ উপহার ৷ আমার জীবন রঙিন করে তোলার জন্য ধন্যবাদ ৷ তোমার সঙ্গে আরও সুন্দর স্মৃতি তৈরি করতে চাই ৷’ জ্যাকির জন্মদিনের শুভেচ্ছাবার্তার পরেই রোমান্টিক পোস্টটি করেন রকুল ৷
জ্যাকি একই ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছাবার্তায় লিখেছেন, ‘তোমাকে ছাড়া দিন যেন আর দিন মনে হয় না ৷ সুস্বাদু খাবারেও সেই মজা পাওয়া যায় না ৷ আমার সবথেকে কাছের মানুষকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা পাঠালাম ৷ শুভ জন্মদিন ভালোবাসা ৷’ সম্পর্কের কথা প্রকাশ্যে আসার পরেই শুভেচ্ছাবার্তায় ভরে গিয়েছে তাঁদের টাইমলাইন ৷