বলিউডে এই কাপলকে নিয়ে সারাক্ষণ আলোচনা। রণবীর কাপুর-আলিয়া ভাট! খুব শিজ্ঞির চার হাত এক হবে শোনা যাচ্ছে। তাই কি যোধপুরে বিয়ের ভেন্যু দেখতেই একসঙ্গে পাড়ি দিয়েছেন দুজনে? সে ব্যাপারে এখনো খোলসা করে কিছু বলেননি দুজনের কেউই। তবে সামনেই রণবীরের ৩৯ বছরের জন্মদিন, আর সেই উপলক্ষ্যেই দুজনে পাড়ি দিয়েছেন রাজকীয় শহর যোধপুরে।
দেখতে দেখতে প্রায় ৪ বছর একসঙ্গে রয়েছেন রণবীর-আলিয়া। লকডাউন-করোনার কারণে বিয়েটা পিছিয়েছে বলে অভিনেতা নিজেই জানিয়েছিলেন। খুব শিজ্ঞ্রির অয়ন মুখার্জির সায়েন্স ফিকশন ছবি ব্রহ্মাস্ত্র তে দুজনের অনস্ক্রিন কেমিস্ট্রিও দেখতে পাবেন দর্শক।