গত প্রায় সপ্তাহ খানেক আশেপাশে, খবরের কাগজে, সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে আলোচ্য বিষয় ছিল ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফের রূপকথার মতো বিয়ে। বিয়ে নিয়ে গোপনীয়তা ছিল ঢের। একেবারে ঘনিষ্ঠরাই উপস্থিত ছিলেন বিয়েতে। কিন্তু ভিকি-ক্যাটের বি টাউনএর বন্ধুরা কিন্তু নিউ কাপলকে দারুণ দারুণ সব উপহার দিয়েছেন। সামনেই আবার মুম্বইয়ের বিলাসবহুল হোটেলে ভিকি-ক্যাটের রিসেপশনের অনুষ্ঠান। তার আগে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক, বলিউডের কোন সেলেব কী দিলেন পাওয়ার কাপলকে?
৩ কোটির রেঞ্জ রোভার
বলিউডের ভাইজান, সলমন খান যে খুবই দিলদার মানুষ, তা তো সকলেরই জানা। কাছের মানুষদের তিনি উপহার দেন একেবারে হাত খুলে। প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনার বিয়েতে তিনি উপহার দিয়েছেন ৩ কোটি টাকা দামের একটি রেঞ্জ রোভার।
২ কোটি ৭০ লক্ষের হীরের নেকলেস
ক্যাটের আরেক প্রাক্তন রণবীর কাপুর ক্যাটের বিয়েতে উপস্থিত না থাকলেও ভিকি ক্যাটের বিয়েতে উপহার দিয়েছেন একটি ডায়মন্ড নেকলেস। যার দাম ২ কোটি, ৭০ লক্ষ টাকা।
দেড় লক্ষ টাকার পেইন্টিং
এসআরকে উপহার দিয়েছেন একটি ক্লাসি পেইন্টিং, যার দাম প্রায় দেড় লক্ষ টাকা।
৩ লক্ষ টাকার বিএমডব্লিউ বাইক
ক্যাটের জিন্দেগি না মিলেগি দোবারা হিরো ঋত্বিক রোশন বাইকের ব্যাপারে খুবই খুঁতখুঁতে সে কথা সকলেরই জানা। হৃত্বিক দিয়েছেন ৩ লক্ষ টাকার একটি বিএমডব্লিউ বাইক।
লক্ষ টাকার সুগন্ধি সেট
আলিয়া আর ক্যাটরিনা জিমের বন্ধু, নিজেরাই সে কথা অনেকবার বলেছেন। বন্ধুর বিয়েতে আলিয়া দিলেন লক্ষ টাকার দামি সুগন্ধির সেট।
৬ লক্ষ টাকার হীরের কানের দুল
অনুষ্কা শর্মা বেশ কিছু ছবিতে কাজ করেছেন ক্যাটের সঙ্গে। তার ওপর এখন তাঁরা আবার প্রতিবেশিও। ভিকি ক্যাটের বিয়েতে অনুষ্কা উপহার দিলেন ৬ লক্ষ টাকার ডায়মন্ড ইয়ার রিং।
১ লক্ষ ৪০ হাজারের প্লাটিনাম ব্রেসলেট
তাপসী পান্নু ভিকি কৌশল একসঙ্গে ছবিতে কাজ করার পর থেকেই বেশ বন্ধু। ভিকির বিয়েতে তাপসী তাঁকে উপহার দিলেন ১.৪ লক্ষ টাকার একটি প্লাটিনাম ব্রেসলেট।