ভোটের আগের দিন রাত থেকেই উত্তপ্ত মুর্শিদাবাদ। দফায় দফায় বোমাবাজি। রানীনগর বিধানসভার ১৭৬ নম্বর বুথে বিজেপি এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। খবর পেয়েই ভোট গ্রহণ কেন্দ্রে যান রানীনগর বিধানসভার বিজেপি প্রার্থী মাশোয়ারা খাতুন। অভিযোগ,তাকেও ওই কেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়, পাশাপাশি বিজেপি প্রার্থী মাশোয়ারা খাতুনের গাড়ির উপর হামলা চালানো হয় বলেও অভিযোগ। আক্রান্ত বিজেপি এজেন্টের অভিযোগ- তাকে খুন করার হুমকি দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।
পাশাপাশি ওই বুথে ছাপ্পা ভোট দিচ্ছে তৃণমূলের হার্মাদ বাহিনী বলে অভিযোগ তুলছেন আক্রান্ত ওই বিজেপি এজেন্ট। পরে যদিও পরিস্থিতি সামাল দেয় উপস্থিত কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও পুলিশ কর্মীরা। তবে ঘটনার জেরে সাময়িকভাবে রীতিমতো উত্তেজনার বাতাবরণ তৈরি হয় রানীনগর বিধানসভার ১৭৬ নম্বর বুথে।