কবীর খানের(Kabir Khan) আসন্ন ছবি '83'-কে নিয়ে বড় সিদ্ধান্ত নিল দিল্লি সরকার(Delhi Government) । দিল্লিতে(Delhi) এই সিনেমাটিকে সম্পূর্ণ করমুক্ত ঘোষণা করা হল ।
নিজের ইনস্টাগ্রাম(Instagram) হ্যান্ডেলে এই খবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন পরিচালক কবীর খান । সেইসঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল(Arvind Kejriwal) ও উপ মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়াকে(Manish Sisodia) ধন্যবাদ জানিয়েছেন তিনি ।
ট্রেলার প্রকাশ্যে আসার পরই যথেষ্ট শোরগোল ফেলে দিয়েছে কবীর খানের '83' । ১৯৮৩ সালে কপিল দেবের(Kapil Dev) নেতৃত্বে ক্রিকেটে ভারতের প্রথম বিশ্বকাপ জয়ের ঘটনা থেকে অনুপ্রাণিত হয়েই তৈরি হয়েছে এই ছবি । ছবিতে কপিল দেবের চরিত্রে অভিনয় করছেন রণবীর সিং(Ranveer Singh) । কপিলের স্ত্রী রোমি ভাটিয়ার চরিত্রে দেখা যাবে দীপিকা পাডুকোনকে(Deepika Padukone) । ২৪ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পাচ্ছে '83' ।
আরও পড়ুন, Year ender 2021 : আদর্শ গৌরব থেকে সামান্থা, অভিনয় দক্ষতার মাধ্যমে বিশেষ ছাপ রেখেছেন যাঁরা...
সম্প্রতি, জেডায় 'রেড সি ফিল্ম ফেস্টিভ্যাল'-এ ছবির ওয়ার্ল্ড প্রিমিয়র করা হয় । ছবিটি দেখার পর দর্শকরা উঠে দাঁড়িয়ে করতালির মাধ্যমে অভিবাদন জানান । মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেই ভিডিও ।