মঙ্গলবারই প্রকাশ পেল অভিনেতা জিৎ-এর নতুন ছবি 'রাবণ'-এর(Ravaan) অফিসিয়াল টিজার। জন্মদিনেই যেন রিটার্ন গিফট পেলেন টলিউডের(Tollywood) এই তারকা অভিনেতা।
আগামী বছর ইদে(Eid) বড় পর্দায় মুক্তি পাবে জিতের(Jeet) 'রাবণ'। এম.এন. রাজ পরিচালিত এই ছবিতে জিতের বিপরীতে অভিনয় করেছেন তনুশ্রী চক্রবর্তী(Tanusree Chakraborty)। এই ছবিতে দেখা যাবে নবাগতা লহমা ভট্টাচার্যকেও(Lahoma Bhattacharya)।
আরও পড়ুন- 83 trailer out: ট্রেলারেই বাজিমাত, কপিল দেবের ভূমিকায় কয়েকটি ঝলকেই চমকে দিলেন রনভির সিং
Jeetz Filmworks প্রযোজিত এই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন টলিউডের(Tollywood) হার্টথ্রব জিৎ। তবে টিজার থেকেই পরিষ্কার অ্যাকশনে ভরপুর এই ছবি বক্স অফিস কাঁপাতে আসছে আগামী বছর।