অতিমারীতেই বিদ্যুৎ, জ্বালানি আর ধাতুর দাম বেড়ে আকাশ ছোঁয়া। এক ধাক্কায় এপ্রিলে মুদ্রাস্ফীতি বাড়ল ১০.৪৯ %। করোনা পরিস্থিতিতে একটানা বেড়ে চলেছে পেট্রোলের দাম। শুধু জ্বালানি এবং বিদ্যুতের ক্ষেত্রেই এপ্রিলে মুদ্রাস্ফীতি হয়েছে ২০.৯৪ %। উৎপাদিত দ্রব্যের ক্ষেত্রে মুদ্রাস্ফীতির হার ছিল ৯.০১ %। সরকারি হিসেব বলছে গত বছরের মে মাসের তুলনায় অনেকটাই বেশি ২০২১ এর মুদ্রাস্ফীতির হার।