ন্যাশনাল ডিজিটাল হেলথ মিশন (NDHM) প্রকল্পের নাম বদল। এবার এই প্রকল্পের নাম প্রধানমন্ত্রী ডিজিটাল হেলথ মিশন (PM-DHM)। দেশজুড়ে ২৭ সেপ্টেম্বর এই দিনটি পালিত হবে। আধার আর মোবাইলের মাধ্যমেই হবে এর রেজিস্ট্রেশন।
জানা গেছে, এবার দেশের বড় অংশ জুড়ে এর কাজ চলবে। এই প্রকল্পে যোগ দিলে ইউনিভার্সাল হেলথ কভারেজ (Health Coverage) দেওয়া হবে। আগামী সোমবার থেকে শুরু হবে এই প্রকল্প। যোগ দিলে প্রত্যেক ব্যক্তিকে একটি ডিজিটাল হেলথ আইডি (Digital Health Id) দেওয়া হবে।
হেলথ আইডি ইউনিক হতে হবে। আধার (Aadhar) ও মোবাইলের (Mobile) সঙ্গে এর লিঙ্ক করা থাকবে। নির্দিষ্ট ব্যক্তির স্বাস্থ্যের খতিয়ান রেকর্ড করা থাকবে এখানে। কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে (Union Territories) এই প্রধানমন্ত্রী ডিজিটাল হেলথ মিশন পাইলট প্রকল্প হিসেবে ব্যবহার করা হয়েছে। জানা গেছে, এই প্রকল্পে হেলথ আইডি, ডাক্তার নথিভুক্তকরণ ও ফেসিলিটি রেজিস্ট্রির কাজ চলছে।