মঙ্গলবার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের(Brazil) বিরুদ্ধে গোলশূন্য ড্র করেও ২০২২ কাতার বিশ্বকাপে(Qatar World Cup 2022) খেলার যোগ্যতা অর্জন করল আর্জেন্টিনা(Argentina)। মঙ্গলবার ২০২২ কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ব্রাজিলের মুখোমুখি হয় টানা ২৭ ম্যাচে অপরাজিত থাকা আর্জেন্টিনা।
বলিভিয়া(Bolivia) ও ইকুয়েডরের(Ecuador) কাছে উরুগুয়ে(Uruguay) ও চিলির(Chile) পরাজয়ের পর এবার কাতার বিশ্বকাপের মূল পর্বে ঢুকে পড়ল আর্জেন্টিনা। এই নিয়ে টানা ১৩বার বিশ্বকাপে যোগ্যতা অর্জন করল লিওনেল মেসির(Lionel Messi) দেশ। শুধু একবার ১৯৭০ সালে মেক্সিকোতে(Mexico) এর ব্যতিক্রম ঘটেছিল। যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছিল আর্জেন্টিনা টিম।
যদিও এর আগেই বৃহস্পতিবার ব্রাজিল কলম্বিয়াকে ১-০ হারিয়ে যোগ্যতা অর্জন করে কাতার বিশ্বকাপে। সোমবার ইংল্যান্ড(England) সান মারিনোকে(San Marino) ১০-০ তে হারিয়ে বিশ্বকাপের মূল পর্বে তাঁদের জায়গা পাকা করে ফেলে।
প্রসঙ্গত, গত অক্টোবরে ২০২২ এর ফুটবল বিশ্বকাপের প্রথম দল হিসেবে যোগ্যতা অর্জন করে জার্মানি।