বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তীর(Rhea Chakraborty) ব্যাঙ্ক অ্যাকাউন্ট 'ডিফ্রিজ' করার আদেশ দিল মুম্বইয়ের বিশেষ আদালত । সেইসঙ্গে তাঁর বাজেয়াপ্ত গ্যাজেটগুলিও তাঁকে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ।
গত বছর জুন মাসে সুশান্ত মৃত্যু মামলায় ড্রাগস পাচারের অভিযোগে রিয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবি(NCB) । এমনকী, তাঁর গ্যাজেটও বাজেয়াপ্ত করা হয়েছিল । এরপরই গ্যাজেট আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফিরে পেতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন রিয়া ।
রিয়া আদালতের কাছে আবেদনে জানান, তিনি ‘পেশায় একজন অভিনেতা’ এবং এনসিবি তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট কোনও কারণ ছাড়াই ফ্রিজ করে দিয়েছে । তাঁর ক্ষেত্রে অবিচার করা হয়েছে ।
রিয়া তাঁর বাজেয়াপ্ত গ্যাজেটগুলি ফিরে পাওয়ার জন্য আরেকটি আবেদন করেছিলেন । সেখানেও আদালত তাঁর পক্ষেই নির্দেশ দিয়েছে । আদালতের নির্দেশ, তাঁর গ্যাজেটগুলি যথাযথ যাচাই এবং সনাক্তকরণের পরে ১ লাখ টাকার বন্ডে ফেরত দেওয়া হবে ৷
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সঙ্গে সম্পর্কিত ড্রাগস পাচার মামলায় রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করা হয়েছিল । ২০২০ সালের অক্টোবর মাসে এই মামলায় রিয়াকে জামিন দেয় বম্বে হাইকোর্ট ।