শরীরিক প্রতিকূলতা যেন ক্রমশ জেদ বাড়িয়ে দিচ্ছে অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর। সম্প্রতি কোকাকোলার একটি বিজ্ঞাপনে দেখা গিয়েছিল ঋতাভরীকে। হাসিখুশি মুখের সেই বিজ্ঞাপনের পেছনে আসল গল্পটা এতদিনে প্রকাশ্যে আনলেন অভিনেত্রী। হুইলচেয়ারে বিজ্ঞাপনের শুট করেছিলেন সেদিন। গোড়ালির চোটের জন্য উঠে দাঁড়াতেও পারেননি। অথচ পায়ের যন্ত্রণা সেদিন মনে বাধা হয়ে ওঠেনি ঋতাভরীর।
বিগত এক বছর ধরে নানা শারীরিক সমস্যায় ভুগেছেন অভিনেত্রী। পরপর দুটো সার্জারিও হয়েছে। তবে শরীরের ক্লান্তিকে উপেক্ষা করেই পুরোদমে কাজে ফিরেছেন তিনি। সম্প্রতি এক বিজ্ঞাপনে তাঁর লুক নিয়ে নানা কথা শুনতে হয়েছিল তাঁকে। অভিনেত্রীর ওজন কেন বাড়ল, তাই-ই ছিল সমালোচনার কেন্দ্রে। নিন্দুকদের মুখের ওপর জবাব দিয়ে অভিনেত্রী জানিয়েছিলেন দুটো সার্জারির পর কেমন চেহারা আশা করেন?