রোহন ঘোষের(Rohan Ghosh) পরিচালনায় তৈরি হচ্ছে নতুন ওয়েব সিরিজ 'মুক্তি'(Mukti) । এই ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তী(Ritwick Chakraborty) ও অর্জুন চক্রবর্তীকে(Arjun Chakraborty) । ওয়েব সিরিজটি মুক্তি পাবে জি ফাইভ-এ(Zee 5) ।
জানা গিয়েছে, জাতীয়তাবাদকে বিষয় করে তৈরি হয়েছে এই সিরিজটি । কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় অর্জুন ও ঋত্বিকের সঙ্গে একটি ছবি পোস্ট করে এই ওয়েব সিরিজের বিষয়ে জানান পরিচালক । ইতিমধ্যেই সিরিজের শুটিং শেষ করেছেন রোহন ঘোষ । এখন শুধু মুক্তির অপেক্ষায় ওয়েব সিরিজ 'মুক্তি' ।
আরও পড়ুন, '8/12' trailer : বিনয়-বাদল-দীনেশের রাইটার্স অভিযান এবার বড় পর্দায়, ট্রেলার মুক্তি পাচ্ছে ৮ ডিসেম্বর
'মুক্তি'-র আগে 'দময়ন্তী', 'নকল হীরে'-র মতো জনপ্রিয় ওয়েব সিরিজ পরিচালনা করেছেন রোহন ঘোষ ।