বাইশে আসছে নতুন ব্যাটম্যান। ডিসি কমিকস শনিবার 'দা ব্যাটম্যান'-এর ট্রেলার লঞ্চ করেছে। এবার ব্যাটম্যানে চরিত্রে দেখা যাবে রবার্ট প্যাটিনসন।
প্যাটিনসনকে ব্যাটম্যান হিসেবে কেমন লাগবে, তা নিয়ে ধন্দ ছিল। কিন্তু ট্রেলারে নজর কাড়লেন অভিনেতা। টানটান উত্তেজনা, স্নায়ুর লড়াই, ফাইটিং সিন এবং ব্যাটম্যানের বিখ্যাত গাড়ির কেরামতি। সব কিছুই ধরা পড়েছে নতুন ব্যাটম্যানের ট্রেলারে। গথামে ধুন্ধুমার মেগাফাইট দেখার জন্য অপেক্ষা করতেই হবে ৪ মার্চ, ২০২২ পর্যন্ত।
ক্রিশ্চিয়ান বেলকে দীর্ঘদিন ব্যাটম্যানের চরিত্রে দেখার পর দর্শকদের চোখ অভ্যস্ত হয়ে পড়েছিল। তবে প্যাটিনসন ব্যাটম্যান চরিত্রে নিজেকে বেশ ভালোই মানিয়ে নিয়েছেন। ক্যাট ওম্যান হয়েছেন এবার জোই ক্রাভিজ়। ব্রুস ওয়েনের বিশ্বস্ত সঙ্গী আলফ্রেড হয়েছেন অ্য়ান্ডি সেরকিস। ক্রাইম বস পেঙ্গুইনের চরিত্রে এবার অভিনয় করছেন কলিন ফ্যারেল। এবার ব্যাটম্যানের পরিচালক ম্যাট রিভস।