ফের বড়পর্দায় 'গোলমাল' নিয়ে আসছেন পরিচালক রোহিত শেট্টি । সম্প্রতি, এক পোর্টালের সাক্ষাৎকারে রোহিত শেট্টি ‘গোলমাল ৫’ (Golmaal 5) তৈরির বিষয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন । রোহিত শেট্টির (Rohit Shetty) জনপ্রিয় কমেডি চলচ্চিত্র সিরিজ হল ‘গোলমাল’ । এই সিরিজের নামে এখনও পর্যন্ত চারটি ছবি তৈরি হয়েছে । এবার আসতে চলেছে এই ফ্র্যাঞ্জাইজির পাঁচ নম্বর ছবি ।
সম্প্রতি, এক পোর্টালের সাক্ষাৎকারে 'গোলমাল' সিরিজ নিয়ে কথা বলেন পরিচালক । তিনি বলেন, গোলমাল-৫ অবশ্যই হবে । 'গোলমাল' এমন একটা ব্যাপার, যা কখনও শেষ হতে পারে না । এই ছবিতে অভিনয় করতে পারেন আরশাদ ওয়ারসি,কুণাল খেমু, শ্রেয়স তালপাড়ে, তুষার কাপুর ।
এই ফ্র্যাঞ্চাইজির প্রথম চারটি ছবি হল – ‘গোলমাল: ফান আনলিমিটেড’ (Golmaal: Amusing Limitless), ‘গোলমাল রিটার্নস’ (Golmaal Returns), ‘গোলমাল ৩’ (Golmaal 3) এবং ‘গোলমাল এগেইন’ (Golmaal Once more)।
অন্যদিকে, সম্প্রতি মুক্তি পেয়েছে রোহিত শেট্টির সূর্যবংশী । সিনেমাটি ভালোই ব্যবসা করেছে বক্স অফিসে । এখন আপাতত, রণবীর সিং অভিনীত ‘সার্কাস’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত রোহিত ।