শুক্রবার রোনাল্ডো(Cristiano Ronaldo) ৮০০ গোলের রেকর্ড করে ফেললেন। তাঁর পরেই রয়েছেন পেলে(Pele) ৭৬৫ গোল। তিনে মেসি(Lionel Messi), ৭৫৬ গোল।
আর্সেনালের(Arsenal) বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে রোনাল্ডোর জোড়া গোলেই ৩-২ গোলে জিতল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড(Manchester United)। ম্যাচের ১৭ মিনিটে গোলকিপার ডেভিড ডে হেয়া নিচে নেমে খেলতে শুরু করার পর থেকেই খেলায় আসে আসল মোড়।
উদ্বোধনী গোলে পর্তুগিজরা উচ্ছ্বসিত হলেও হাফ টাইমের বিরতির ঠিক এক মিনিট আগে ব্রুনো ফার্নান্ডেজের গোল সমতা ফেরায়। রোনাল্ডো(Ronaldo) ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের(Manchester United) হয়ে তাঁর ১০০তম ম্যাচে যথেষ্ট চাপে ছিলেন।
মার্কাস র্যাশফোর্ডের পাস থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর(Chirstiano Ronaldo) গোল বিপক্ষের চাপকে অনেকটাই হালকা করে দেয়। এই গোলটির মাধ্যমেই রোনাল্ডো ৮০০ গোলের রেকর্ড স্পর্শ করেন।
তখনও নাটকের অনেকটাই বাকি। রোনাল্ডোর বুট আবার ঝলসে ওঠে পেনাল্টি থেকে। তাঁর করা ব্যক্তিগত ৮০১ গোলের রেকর্ডের পাশাপাশি ওই গোলেই ৩-২ গোলে জিতে ৩ পয়েন্ট ঝুলিতে ভরে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।
আরও পড়ুন- ISL, East Bengal: হারের হ্যাট্রিক রুখতে রক্ষণে নজর লাল-হলুদ কোচের
তবে এই জয়ের মধ্যে দিয়েই অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপক মাইকেল ক্যারিকস(Michael Carricks) এবং ম্যানচেস্টার ইউনাইটেডের(Manchester United) মধ্যের দীর্ঘ ১৫ বছরের কর্মজীবনের সমাপ্তি ঘটছে। ৫ ডিসেম্বর ক্রিস্টাল প্যালেসের(Crystal Palace) বিপক্ষে পরের ম্যাচ থেকে দায়িত্ব নেবেন র্যালফ র্যাংনিক(Ralf Rangnick)।