চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পা হড়কে গিয়েছিল অন্তঃসত্ত্বা তরুণীর। এক আরপিএফ কর্মীর তৎপরতায় প্রাণ বাঁচল তাঁর। মহারাষ্ট্রের কল্যান স্টেশনে ঘটে এই ঘটনা। ভুল করে দূরপাল্লার ট্রেনে উঠে পড়াতেই চলন্ত ট্রেন থেকে নামার চেষ্টা করেন তিনি।
ওই অন্তঃসত্ত্বা মহিলার সঙ্গে ছিলেন তাঁর স্বামী ও সন্তান। মহারাষ্ট্রের থানের কল্যাণ স্টেশন থেকে তাঁদের দূরপাল্লার ট্রেনে টিকিট ছিল। কিন্তু ট্রেন ছাড়ার পর বুঝতে পারেন ভুল ট্রেনে উঠে পড়েছেন তাঁরা। তড়িঘড়ি নামতে চান ওই আট মাসের অন্তঃসত্ত্বা। নামতে গিয়ে পা হড়কে যায় তাঁর। সেই সময়ই সামনে ছিলেন আরপিএফ কর্মী এস আর খান্ডেকর। তিনিই ধরে নেন ওই অন্তঃসত্ত্বাকে। সঙ্গে সঙ্গে এগিয়ে আসেন আরও কিছু যাত্রী।
সেন্ট্রাল রেলওয়েজের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে আরপিএফ কর্মী এস আর খান্ডেকরকে। সেন্টার রেলওয়েজ টুইট করে এই ঘটনার উল্লেখ করে। যাত্রীদের চলন্ত ট্রেনে ওঠানামা না করার জন্য সতর্কও করেছে।