পরিচালক এসএস রাজামৌলির(SS Rajamouli) বহু প্রতীক্ষিত ছবি RRR । এই বিগ বাজেটের ছবি নিয়ে বেশ উৎসাহ তৈরি হয়েছে সিনেপ্রেমীদের মধ্যে । বৃহস্পতিবার মুক্তি পেল এই ছবির ট্রেলার ।
রাজামৌলির নতুন ম্যাগনাম ওপাস 'RRR' ছবির প্রধান দুই তারকা জুনিয়ার এনটিআর(Jr NTR) এবং রাম চরণ(Ram Charan) । ছবিতে তাদের মধ্যে দৃঢ় বন্ধনের দিকটি দেখানো হয়েছে । কিন্তু, একটা সময় দেশের স্বাধীনতার জন্য দু'জনকেই একে অপরের বিরুদ্ধে লড়াই করতে দেখা যাবে ।
এস এস রাজামৌলি আগেই জানিয়েছিলেন, ছবিতে ভরপুর থাকবে হাই ইমোশনল ড্রামা । ছবির ট্রেলার দেখেই তার আভাস পাওয়া গিয়েছে । সেইসঙ্গে ট্রেলারে ছবির মিউজিক আর অ্যাকশন দৃশ্য নজরকাড়া ।
আরও পড়ুন, Happy Birthday Dia Mirza : ব্যক্তিগত জীবন থেকে বলিউড, জন্মদিনে নতুনভাবে জেনে নেওয়া যাক দিয়া মির্জাকে
২০২২ সালের ৭ জানুয়ারি ছবিটি বড়পর্দায় মুক্তি পাবে । তেলেগু, তামিল, মালায়লম, হিন্দি, ইংলিশ-সহ টার্কিশ, স্প্যানিশ, পর্তুগিজ ভাষায় মুক্তি পাবে এই ছবি । RRR তেলেগু উপজাতি নেতা আল্লু সীতারাম রাজু এবং কোমারাম ভীমের সংগ্রামের উপর ভিত্তি করে একটি কাল্পনিক গল্প । রামচরণকে সীতারামের ভূমিকায় দেখা যাবে । কোমারাম ভীমের চরিত্রে অভিনয় করছেন জুনিয়ার এনটিআর । এই ছবির কয়েকটি দৃশ্য ইউক্রেন ও বুলগেরিয়াতে শুট করা হয়েছে ।