"এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো"
কবীর সুমনের কথায় সুরে এই গান জনপ্রিয় করেছিল যে যাদুকণ্ঠ, কাল রাতের ফেসবুক লাইভে গলা ধরে আসছিল তাঁর। শিল্পী রূপঙ্কর বাগচি (Rupankar Bagchi)। ফেসবুক লাইভে (Facebook Live) এসে রূপঙ্কর আক্ষেপ করেন, বাংলা গানের দিন পাল্টেছে, তাঁর ইউটিউব ফলোয়ারের সংখ্যা মাত্র ১৮ হাজার।
আরও পড়ুন, পুজোয় প্রবাসী বাঙালির ঘরে না ফেরার বিষণ্ণতা এবার রূপঙ্কর-ইমনদের গানে
কোন কোন সংস্থা তাঁর গান প্রকাশ করেন, কারা সরাসরি না করে দেন, ভনিতা ছাড়াই সে সব উল্লেখ করেছেন ফেসবুক লাইভে।
ইউটিউবেও খুব কম মানুষ তাঁর গান শোনেন, আক্ষেপ রূপঙ্করের। ২০১৭ সাল থেকে ৫৪ টি গান আপলোড করে শিল্পীর আয় হয়েছে ২৫০০ টাকা।