আজ থেকে তিন চার দশক আগে পর্যন্ত বাঙালির পুজোর মেজাজের একটা বড় অংশ জুড়ে থাকত পুজোর গান। মাঝে একটু ছন্দপতন হলেও আবার গানমুখী হচ্ছে বাঙালি। গান ছাড়া পুজো ভাবা যায়? সপ্তাহ দেড়েক পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব। তার আগেই নতুন পুজোর গান নিয়ে এলেন রূপঙ্কর বাগচী। গানের নাম 'দুগ্গা এবার ঘরে'।
গানের সুর করেছেন রুদ্র সরকার, কথা পার্থসারথি মিত্র ও দেবজয় বিশ্বাসের। বং মিডিয়া সলিউশনস ও ইকির মিকির প্রোডাকশনের যৌথ উদ্যোগে সদ্য মুক্তি পেয়েছে গানটি। ভিডিওতে দেখা গিয়েছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নীল ভট্টাচার্য (Neel Bhattachariya), রাজীব বোস (Rajiv Bose), বিভান ঘোষকে (Vivaan Ghosh) এবং শিশুশিল্পী পরীয়া নন্দীকেও।