বাতিল হয়ে গেল SAARC দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠক। আগামী শনিবার বৈঠক হওয়ার কথা ছিল নিউইয়র্কে। পাকিস্তান এই বৈঠকে আফগানিস্তানের তালিবান (Taliban) সরকারের প্রতিনিধিত্বের দাবি করে। তাতে তীব্র আপত্তি জানায় ভারত-সহ অনেকগুলি দেশ। তার জেরেই বাতিল হয় বৈঠক। সংবাদসংস্থা এএনআই এই খবর জানিয়েছে।
নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের বার্ষিক সাধারণ সভা চলাকালীনই সার্কের দেশগুলির বিদেশমন্ত্রীদের এই বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু পাকিস্তান তালিবানের প্রতিনিধিত্ব দাবি করায় বেঁকে বসে অধিকাংশ দেশ। শুধু তালিবানের বিদেশমন্ত্রীকে বৈঠকে নিয়ে আসাই নয়, আশরাফ ঘানির সরকারের কোনো প্রতিনিধিত্ব যাতে সার্কের বৈঠকে না থাকে, সেই দাবিও রেখেছিল ইসলামাবাদ।
Taliban: বামিয়ানের বুদ্ধমূর্তি ধ্বংসের নির্দেশ দেওয়া আখুন্দই তালিবানের প্রধানমন্ত্রী
সার্কের বেশিরভাগ সদস্য পাকিস্তানের এই দাবির বিরোধিতা করে। ফলে, কোনও ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি এবং ২৫ সেপ্টেম্বর সার্কের সদস্য দেশগুলি বিদেশমন্ত্রীদের বৈঠক বাতিল করতে হয়েছে। এই বৈঠকের আয়োজক ছিল নেপাল।