বলিউড সেলিব্রিটির বিয়ে। আর সব্যসাচীর ডিজাইনে সাজবেন না অভিনেত্রী, তা আবার হয় নাকি! ইনস্টাগ্রামে সামনে নবদম্পতির বিয়ের সাজের প্রথম ঝলক দেখে মুগ্ধ অনুরাগীরা।
সব্যসাচীর নকশা করা লাল ব্রাইডাল লেহঙ্গায় সাজলেন ক্যাটরিনা। ভিকি-ক্যাটরিনার পোশাক নিয়ে ইনস্টাগ্রামে খুঁটিনাটি তথ্য শেয়ার করেছেন ডিজাইনার সব্যসাচী। হাতে বোনা মটকা সিল্কের তৈরি ক্যাটরিনার এই লেহঙ্গা। লেহঙ্গার বর্ডারে সূক্ষ এমব্রয়ডারি করা জারদৌসি মখমলের কাজ। জানা গেছে, ক্যাটরিনার এই লেহেঙ্গার দাম প্রায় ১৭ লক্ষ টাকা। ভিকি জন্মসূত্রে পঞ্জাবী। তাই পরিবারের রীতি অনুযায়ী বিয়েতে ক্যাটরিনার মাথায় ছিল বিশেষ ওড়না। এই ওড়নাটি তৈরি হয়েছে সোনার পাত দিয়ে। সব্যসাচী হেরিটেজের গয়নায় সেজেছিলেন ক্যাটরিনা। হাতে-কাটা মুক্তো সহ ২২ ক্যারেট সোনার সঙ্গে ছিল আনকাট ডায়মন্ড।
ভিকি কৌশলের গায়েও ছিল সব্যসাচীর পোশাক। সোনার বোতাম দেওয়া আইভরি রংয়ের শেরওয়ানি পরেছিলেন ভিকি। সিল্কের কুর্তা ও চুড়িদারের সঙ্গে ছিল তসর জর্জেটের শাল। ভিকির মাথার পাগড়িতেও ছিল সব্যসাচী হেরিটেজের জুয়েলারি। ১৮ ক্যারেটের সোনার নেকলেস পরেছিলেন ভিকি। নেকলেসটি এমারেল্ড, রোজকার্ট ডায়মন্ড, কোয়ার্টজ, টুরমালাইন সহ দামি রত্ন দিয়ে তৈরি।
৯ ডিসেম্বর রাজস্থানের সোয়াই মাধোপুরে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে গাঁটছড়া বাঁধেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ।