বলিউড অভিনেতা সাইফ আলি খান জানিয়েছেন যে তাঁর ছেলে ইব্রাহিম আলী খান শীঘ্রই বলিউডের অংশ হতে চলেছে।
সিদ্ধার্থ কাননের শোতে ইব্রাহিমের কথা বলতে গিয়ে সাইফ বলেন, ইব্রাহিম বর্তমানে একটি ছবিতে করণ জোহরকে সহায়তা করছে। তবে প্রত্যাশিতভাবেই 'ভূত পুলিশ' খ্যাত এই অভিনেতা ইব্রাহিমের সেই সিনেমাটির নাম প্রকাশ করেননি।
সাইফ তার বাচ্চাদের সাথে তার সমীকরণের কথাও বলেন। তিনি জানান তাঁর সন্তানেরা প্রত্যেকেই প্রত্যেকের মতো করে আলাদা। এবং তাদের প্রত্যেকের সাথে সাইফের আলাদা সমীকরণ রয়েছে। তাঁর সন্তানদের জন্য পরামর্শ দিতে গিয়ে সাইফ বলেন, তিনি চান সন্তানেরা তারকা এবং তাঁদের কাছাকাছি থাকা প্রখ্যাত অভিনেতাদের কাছ থেকে শিখুক এবং আগামীতে ভালো কাজ করুক।