ভিকি কৌশল(Vicky Kaushal) ও ক্যাটরিনা কাইফের(Katrina Kaif) বিয়েতে সলমন খান(Salman Khan) উপস্থিত থাকছেন কি না, এই নিয়ে কয়েকদিন ধরেই জল্পনা চলছিল । কিন্তু, এদিন সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে সলমন নিশ্চিত করলেন যে রাজস্থানে ক্যাটরিনার বিয়েতে তিনি উপস্থিত থাকছেন না । বৃহস্পতিবার 'ভিক্যাট'-এর বিয়ের দিনই 'দা-বাং ট্যুর'(Da-Baang)-এর উদ্দেশে রওনা দিতে দেখা গেল সলমনকে ।
এদিন সলমন খান ছাড়াও শিল্পা শেট্টি, সাই মঞ্জরেকর, প্রভু দেবা, সুনীল গ্রোভার, গুরু রনধাওয়া, আয়ুষ শর্মাও দা-বাং ট্যুর-এর উদ্দেশে পাড়ি দিলেন সৌদি আরব । তবে এর মধ্যে সবথেকে বেশি নজর কেড়েছে জ্যাকলিনের অনুপস্থিতি ।
আরও পড়ুন, Vicky-Katrina: ভিকি-ক্যাটরিনার নতুন ফ্ল্যাটের ভাড়া কত? প্রতিবেশি কোন সেলেব দম্পতি?
সলমান খানের 'দাবাং ট্যুর : দ্য রিলোডেড'-এর থেকে বাদ দেওয়া হয়েছে অভিনেত্রীকে । ২০০ কোটি টাকা প্রতারণায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের মামলাতেই নাম জড়িয়েছে জ্যাকলিনের । ইতিমধ্যেই বেশ কয়েকবার ইডির জেরার মুখে পড়েছেন অভিনেত্রী ।
সলমান খানের 'দাবাং ট্যুর : দ্য রিলোডেড অনুষ্ঠানটি সৌদি আরবের রিয়াধে অনুষ্ঠিত হবে । আগামী ১০ ডিসেম্বর এই জমকালো অনুষ্ঠানে নিজের পারফর্ম করার ঘোষণা বেশ কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন সলমন নিজেই ।