বলিউডের ভাইজান সলমন খানের (Salman Khan) জীবন নিয়ে তৈরি হচ্ছে তথ্যচিত্র বিয়ন্ড দ্য স্টার (Beyond the Star)। বলা ভাল ডকু সিরিজ। ক্যামেরার বাইরের সলমনটাকে সৎ ভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে সেই ডকু সিরিজে, অভিনেতা নিজেই জানিয়েছেন।
তাঁর কথায়, "সকলেই সৎভাবে আমার সম্পর্কে বলেছেন। যারা কিছু বিষয় অপছন্দ করেছেন, তাঁরাও খুলে বলেছেন, তাই ছবিতে খুব হনেস্টলি সবটা ধরার চেষ্টা করা হয়েছে"।
মহাত্মার আশ্রমে নিজের হাতে চরকা কেটে ভক্তদের মন জিতে নিলেন সলমন
"ভগবান আপনাকে দুটো বিকল্প দেয়, ভাল, খারাপ। আমাদের তো সন্তানদের শিখিয়ে যেতে হবে, কোন রাস্তা ধরতে হবে"। , এমনটাই মত ভাইজানের। তাঁকে নিয়ে বানানো ডকু সিরিজে তাঁর স্টারডম ধরা থাকবে, ইন্ডাস্ট্রির অন্যান্য অভিনেতার সঙ্গে তাঁর সমীকরণ কেমন ছিল, তার উল্লেখ থাকবে, তাঁর পরিবারের সদস্যরা, পরিচালক, বন্ধু, প্রযোজক, সাংবাদিক সকলের মুখ থেকেই সলমনকে নিয়ে কিছু গল্প শোনা যাবে। অভিনেতাকে যে যেমন দেখেছেন, সেই গল্প।
সলমনের এক রোমানিয়ান অভিনেতা বন্ধু ইউলিয়া ভানটুরই প্রথম এই ডকু সিরিজ তৈরির কথা ভাবেন।