মুক্তির পর পরই বক্স অফিসে বেশ ভালো সাড়া ফেলেছে সলমন খানের(Salman Khan) 'অন্তিম : দ্য ফাইনাল ট্রুথ'। আর কয়েকদিনের মধ্যে 'টাইগার ৩'(Tiger 3)-এরও শুটিং শুরু করবেন সলমন । এরই মধ্যে সলমন ভক্তদের জন্য মিলল দারুণ খবর । এবার ভারতীয় গুপ্তচরের চরিত্রে নজর কাড়তে চলেছেন ভাইজান । শোনা যাচ্ছে, 'ব্ল্যাক টাইগার' খ্যাত ভারতীয় গুপ্তচর রবীন্দ্র কৌশিকের বায়োপিকে দেখা যাবে সলমনকে ।
তবে ছবির কাজ এখনও একেবারে প্রাথমিক স্তরে রয়েছে । সেক্ষেত্রে ছবির নাম বা বাকি কাস্টিং নিয়ে এখনও পর্যন্ত কিছুই জানা যায়নি ।
আরও পড়ুন, Salman Khan: সলমনের জীবন নিয়ে ডকু সিরিজ, রাখ ঢাক ছাড়াই ধরা থাকছে ভাল-মন্দ সবটা
এদিকে, সলমন খানের জীবন নিয়ে তৈরি হচ্ছে তথ্যচিত্র 'বিয়ন্ড দ্য স্টার' (Beyond the Star)। বলা ভালো ডকু সিরিজ । কিছুদিন আগেই এই খবর সামনে এসেছিল । ক্যামেরার বাইরের সলমনটাকে সৎ ভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই ডকু সিরিজে ।