উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে সমাজবাদী পার্টির নতুন গান 'খদেড়া হইবে'। তৃণমূল কংগ্রেসের 'খেলা হবে' স্লোগানের অনুকরণে 'খেলা হই' নামে একটি গান আগেই বের করেছিল অখিলেশ যাদবের দল। এবার নতুন গান 'খদেড়া হইবে', যার অর্থ তাড়ানো হবে।
গানের কথা ও সুরে প্রত্যন্ত গ্রাম ও রাজ্যের সব ধরনের ভোটারদের সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা করেছে সমাজবাদী পার্টি। অওয়ধি ও ভোজপুরী ভাষার মিশ্রণে লেখা হয়েছে গানটি। এই গানে বলা হয়েছে, আগামী বিধানসভা নির্বাচনে যোগী আদিত্যনাথের সরকারের পতন নিশ্চিত। সমাজবাদী পার্টির নেতৃত্বেই পরবর্তী সরকার আসছে রাজ্যে। কী কী উন্নয়ন করা হবে, তাও বলা হয়েছে গানের মাধ্যমে।
২০২২ সালের শুরুর দিকেই উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। বিজেপিকে হারিয়ে ক্ষমতা দখলের লক্ষ্যে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। 'খেলা হবে' গানেই বিধানসভা নির্বাচনে বাজিমাত করেছে তৃণমূল কংগ্রেস। পরপর গান বের করে উত্তরপ্রদেশ নির্বাচনে ভোটারদের মন জিততে চাইছে সমাজবাদী পার্টি।