অনীক দত্তের (Anik Dutta) পরবর্তী ছবিতে সত্যজিৎ রায়ের (Satyajit Ray) চরিত্রে অভিনয় করছেন জিতু কমল। এ খবর এখন পুরনো। মানিক বাবুর চরিত্রে জিতুর (Jitu Kamal) ফার্স্ট লুক গত একদিনে ভাইরাল হয়েছে। এত নিখুঁত প্রস্থেটিক মেকাপের প্রশংসা হচ্ছে চারপাশে। কিন্তু 'অপরাজিত' নিয়ে কী মত সত্যজিৎ পুত্র সন্দীপ রায়ের?
জিতু কমলই কি তবে 'সেরা মানিক'? অনীক দত্তের ছবির ফার্স্ট লুক ভাইরাল
সম্প্রতি, একটি বাংলা সংবাদমাধ্যমকে সন্দীপ রায় জানিয়েছেন, বিষয়টি তিনি আগেই জানতেন, জিতুর লুকও মন্দ লাগেনি, তবে সিনেমাটি কেমন হবে, সে নিয়ে এখনই কোনও মন্তব্য করতে চাননি তিনি। সন্দীপ রায়ের কথায়, " বাঙালি এবং ছবিপ্রেমী মানুষের কাছে আজও সত্যজিৎ রায় নাম অত্যন্ত স্পর্শকাতর বিষয়। তবে আমার দৃঢ় বিশ্বাস অনেক ভেবেচিন্তেই অনীক এই কাজটি করছে। ভালোই করবে'।
প্রসঙ্গত, অনীক দত্ত পরিচালিত ছবি অপরাজিত সত্যজিৎ রায়ের বায়োপিক নয়। পরিচালক সত্যজিত, শিল্পী সত্যজিতের নানা দিক উঠে আসবে ছবিতে।