তাঁর কেরিয়ারের শুরু থেকেই বড় নায়কএর বিপরীতে নামকরা প্রযোজনা সংস্থাতে কাজ করার সুযোগ পেয়েছেন সারা আলি খান(Sara Ali Khan)। সিনেমার পর্দায় প্রেম করেছেন রণবীর সিং, সুশান্ত সিং রাজপুত, কার্তিক আরিয়ানের সঙ্গে । কিন্তু বাস্তব জীবনে কেমন সঙ্গী চান সারা ? এবার সেই বিষয়ে মুখ খুললেন সারা আলি খান ।
'আতরঙ্গি রে'(Atrangi Re) ছবি মুক্তির আগে ই'টাইমস-কে দেওয়া সাক্ষাৎকারে, ছবিতে তাঁর চরিত্র নিয়ে কথা বলেছেন সারা । সেইসঙ্গে জানিয়েছেন, তিনি এমন মানুষকে বিয়ে করতে চান, যে বিয়ের পর তাঁর মায়ের সঙ্গে থাকবে ।
‘অতরঙ্গি রে’ ছবিতে প্রেমিকের সঙ্গে বহুবার বাড়ি থেকে পালিয়েছে রিঙ্কু ওরফে সারা । বাস্তবেও কি সারা কারও জন্য পরিবারকে ছেড়ে দেবে ? এই বিষয়ে জানতে চাওয়া হলে সারা বলেন, ‘না, না ! বরং, আমি তো এমন কাউকে বিয়ে করব যে বিয়ের পর আমার বাড়িতে আমার আর আমার মায়ের সঙ্গে থাকবে । আমি কোনওদিন মাকে ছাড়ব না।’
আরও পড়ুন, Vicky-Katrina Wedding update : ক্যাটরিনার বিয়েতে কি উপস্থিত থাকছেন সলমন ? মুখ খুললেন অর্পিতা খান
তারপরেই নায়িকা বলেন, ‘মজা করছিলাম । মা আমার তৃতীয় চোখ। সুতরাং পালিয়ে যাওয়ার কোনও প্রশ্নই আসে না । আমি যেখানেই যাই না কেন, তাঁর কাছে আমাকে প্রতিদিন ফিরতে হয় ।'