প্রচারে বেরিয়ে একজন নাচলেন খঞ্জনী বাজিয়ে। আর একজনকে দেখা গেল রাস্তায় রবীন্দ্রসংগীতের তালে পা মেলাতে। পয়লা বৈশাখের দিন প্রচারে গিয়ে এভাবেই সাধারণ মানুষের সঙ্গে মিশে গেলেন আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল ও তৃণমূল প্রার্থী সায়নি ঘোষ। বৃস্পতিবার বার্নপুরে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে প্রচার সারেন সায়নি। এরপর রাস্তাতেই এক নাবালিকার সঙ্গে নাচে মেতে উঠতে দেখা যায় তাঁকে। অন্যদিকে, খোল করতালের সঙ্গে খঞ্জনী বাজিয়ে মহিলাদের সঙ্গে নাচতে দেখা যায় অগ্নিমিত্রা পলকে।