আসানসোল দক্ষিণের সোনাতরী স্কুলের বুথে পুলিশের সঙ্গে বচসা বাধে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের। ওই ক্যাম্প অফিসের সামনে তৃণমূল জমায়েত করেছিল বলে অভিযোগ ওঠে। আর সেই জমায়েতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ তৃণমূলের। এরপর ঘটনাস্থলে গেলে সায়নীর কাছে লাঠিচার্জের অভিযোগ জানান কর্মীরা। তারপরই সায়নীর সঙ্গে পুলিশের বচসা শুরু হয়। বচসা চলাকালীন পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে সায়নীর বিরুদ্ধে। পাল্টা সুর চড়ান সেখানে কর্তব্যরত পুলিশের এএসআই নিত্যানন্দ মণ্ডল। সব কিছু শোনার পর পুলিশের উদ্দেশে সায়নী বলেন, "এখন কিছু বলার নেই, ২ তারিখের পর বলব।"