আসানসোলে দক্ষিণে বিজেপিপ্রার্থী অগ্নিমিত্রা পালের কাছে পরাস্ত তিনি। তবুও দলের ঐতিহাসিক সাফল্যে বেজায় উচ্ছ্বসিত অভিনেত্রী সায়নী ঘোষ। তাঁর সোশ্যাল সাইট-ই জানান দিচ্ছে সেটা। এবার কঙ্গনা-হীন টুইটার দেখে বেজায় উচ্ছ্বসিত। পাশাপাশি, তাঁর বাঁধভাঙা উচ্ছ্বাসের কারণ অবশ্য বাংলায় বিজেপির মুখ থুবড়ে পড়া। তাই, সায়নীর টুইটার পোস্ট বলছে, “বাংলা বিজেপিকে তাড়িয়েছে, আর টুইটার কঙ্গনাকে। একসঙ্গে যাবতীয় ময়লা সাফ!”
বাংলার নির্বাচন নিয়ে একের পর এক উস্কানিমূলক টুইট করার অভিযোগেই টুইটার কর্তৃপক্ষের তরফে চিরতরের মতো বন্ধ করে দেওয়া হয়েছে বলিউডের কন্ট্রোভার্সি ক্যুইন কঙ্গনা রানাউতের অ্যাকাউন্ট।