দিলীপ,রাহুলের পর কমিশনের কোপে তৃণমূুলের সুজাতা মন্ডল ও বিজেপির সায়ন্তন বসু। শোকজের জবাব সন্তোষজনক নয়। ২৪ ঘণ্টার জন্য সায়ন্তন বসু ও সুজাতা মণ্ডল খাঁর প্রচারে নিষেধাজ্ঞা কমিশনের। ইতিমধ্যেই তৃণমূল নেত্রী ও বিজেপি নেতার কাছে পৌঁছে গিয়েছে নোটিস।নোটিসে বলা হয়েছে, রবিবার সন্ধে ৭টা থেকে সোমবার সন্ধে ৭টা পর্যন্ত প্রচার করতে পারবেন না দুজনেই।