পূজা-কুণালের পর এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বি-টাউনের ছোট পর্দার অভিনেত্রী সায়ন্তনী ঘোষ(Sayantani Ghosh) । আগামী ৫ ডিসেম্বর দীর্ঘদিনের বন্ধু অনুরাগ তিওয়ারির(Anurag Tiwari) সঙ্গেই গাঁটছড়া বাঁধছেন অভিনেত্রী ।
অনুরাগের সঙ্গে সায়ন্তনীর সম্পর্ক প্রায় আট বছরের । অবশেষে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন দু'জনে। শোনা যাচ্ছে, কলকাতাতেই(Kolkata) বসবে বিয়ের আসর । বাঙালি রীতিনীতি মেনেই বিয়ে হবে । বিয়ের দিন লাল টুকটুকে বেনারসিতে সাজবেন সায়ন্তনী । পরিবার এবং ঘনিষ্ঠদের উপস্থিতিতে চারহাত এক হবে ।
আরও পড়ুন, Tollywood Big Release: যিশু-প্রসেনজিৎ টক্কর? বক্সঅফিসের আশীর্বাদ কার ওপর?
রিসেপশন পার্টি হবে জয়পুরে, শ্বশুরবাড়িতে । তবে পরে মুম্বইয়েও একটি রিসেপশন পার্টির আয়োজন করবেন এই তারকা জুটি । সেখানে তাঁদের তারকা বন্ধুরা উপস্থিত থাকবেন বলে খবর ।