নজরে ISL। অনেক পরে দলগঠনের কাজ শুরু করেও তা শেষ করে ফেলেছে SC East Bengal। এবার লাল হলুদ চূড়ান্ত করে ফেলল তাদের নতুন হাই প্রোফাইল সহকারী কোচকে।
দলের প্রশিক্ষণের দায়িত্ব ম্যানুয়েল 'মানেলো' ডিয়াজের হাতে তুলে দেওয়ার পরে এবার তাঁর সহকারীর ভূমিকায় আনা হল প্রাক্তন রিয়াল মাদ্রিদ কোচকে। এই মরশুমে দলের সহকারী কোচের ভূমিকা পালন করবেন অ্যাঞ্জেল পুয়েবলা গার্সিয়া। শুধুমাত্র সহকারী কোচ নন দলের স্ট্রেন্থ এবং ফিটনেস কোচের গুরুদায়িত্বও থাকবে গার্সিয়ার হাতে।
লাল হলুদের এই নতুন সহকারী কোচের জীবনপঞ্জি বেশ ওজনদার৷ স্প্যানিশ লা লিগাতে তার দীর্ঘদিনের কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তিনি ১৯৯৩-৯৪ সালে রিয়াল মাদ্রিদে বিশ্বকাপজয়ী কোচ ভিসেন্তে দেল বস্কের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন। কোচ রাফা বেনিতেজের সহকারী হিসেবে ১৯৯৪-৯৬ দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ এবং রিয়াল ভালাদোলিদের দায়িত্ব সামলেছেন তিনি।
বিশ্বের ৪টি মহাদেশে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে গার্সিয়ার। আর্জেন্তিনার নিউওয়েল ওল্ড বয়েজ ক্লাবের সহকারী কোচের দায়িত্বও সামলেছেন তিনি। দুবাইয়ে আল ওয়াসেল ক্লাবের দায়িত্ব সামলানোর পাশাপাশি তুরস্কের জাতীয় দলেও এফসি ওর্দুস্পোরে হেক্টর কুপারের সহকারীর ভূমিকা পালন করেছেন গার্সিয়া।