প্রথম ম্যাচে জয় পেয়েছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। এবার চিরপ্রতিদ্বন্দ্বীর মতোই প্রথম ম্যাচে জয় পেতে মরিয়া এসসি ইস্টবেঙ্গল (East Bengal)।
রবিবার আইএসএলে অভিযান শুরু করছে লাল হলুদ। প্রতিপক্ষ জামশেদপুর এফসির ভরসা দুর্দান্ত আক্রমণভাগ। গত মরশুমে আইএসএলে পা রাখলেও বছরটা খারাপ গিয়েছিল ইস্টবেঙ্গলের। এগারোটি দলের মধ্যে নবম হয়েছিল তারা৷ এবার অবশ্য অন্য লড়াই।
ISL 2021: প্রথম ম্যাচেই ৪-২ গোলে জিতল এটিকে মোহনবাগান, জোড়া গোল বুমোসের
এই ম্যাচের পরেই ডার্বি৷ তার আগে জয় পেতে মরিয়া শতাব্দীপ্রাচীন ক্লাব।