কাঁধে ভারী ভারী মালপত্র। মনে একরাশ আতঙ্ক। শ্রীনগর থেকে তড়িঘড়ি নিজের রাজ্যে ফিরছেন পরিযায়ী শ্রমিকরা। কুলগ্রামে আতঙ্কবাদীর গুলিতে প্রাণ হারিয়েছেন দুই পরিযায়ী শ্রমিক। এই পরিস্থিতিতে তড়িঘড়ি ঘরে ফিরতে বাধ্য হচ্ছেন কাশ্মীরে কর্মরত শ্রমিকরা।
শনিবার কুলগ্রামে উত্তরপ্রদেশের এক ছুতোর মিস্ত্রী সন্ত্রাসের বলি হন। রবিবার উপত্যকায় প্রাণ হারিয়েছেন বিহারের ফুটপাথের এক কুলি। শ্রীনগর থেকে বাসে দিল্লি হয়ে নিজের রাজ্যে ফিরতে শুরু করেছেন পরিযায়ী শ্রমিকরা।
গত দুই সপ্তাহ ধরেই কাশ্মীরের বিভিন্ন এলাকা উত্তপ্ত হয়ে আছে। আতঙ্কবাদীদের গুলিতে প্রাণ হারিয়েছেন মোট ১১ জন। সেনাবাহিনীর সঙ্গেও সংঘর্ষ চলছে জঙ্গিগোষ্ঠীর।