ISL শুরুর আগে প্রস্তুতি ম্যাচে দারুণ খেলে চলেছে ইস্টবেঙ্গল। বুধবার আই লিগ জয়ী গোকুলাম কেরল এফসিকে (SC East Bengal) ২-১ গোলে হারিয়ে দিল লাল হলুদ শিবির। ম্যাচের ৪১ মিনিটে বিকাশ জাইরুর কর্নার থেকে হেড করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন বলবন্ত সিং। প্রথমার্ধের শেষ ২-০ করেন সানা।
T-20 World Cup: ওমানকে হারিয়ে আশার প্রদীপ জ্বালিয়ে রাখল বাংলাদেশ
লাল হলুদ জার্সিতে এদিন অভিষেক হল চিমার। তবে প্রথম দিন ভাল কাটেনি তাঁর। ৪৫ মিনিট মাঠে থেকেও গোল পাননি। প্রথম একাদশে নাইজিরিয়ান স্ট্রাইকারকে রাখেননি মানোলো দিয়াজ। পরিবর্ত হিসেবে দ্বিতীয়ার্ধে মাঠে নামান চিমাকে। ম্যাচ শেষে তিনি জানান, নিজে গোল না পেলেও দলের জয়ে খুশি। দারুণ ফুটবল খেলেন হীরা মন্ডল। এর আগে দুটি প্রস্তুতি ম্যাচেও জিতেছে লাল হলুদ।