আইএসএলে (ISL) হারের হ্যাট্রিক রুখতে মরিয়া এসসি ইস্টবেঙ্গল কোচ মানোলো ডিয়াজ। চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে মাঠে নামার আগে তাঁর চিন্তা টিমের রক্ষণভাগ নিয়ে।
প্রথম ম্যাচে জামশেদপুর এফসির(Jamshedpur FC) সঙ্গে এগিয়ে গিয়েও ১-১ ড্র। ডার্বিতে এটিকে-মোহনবাগানের (ATK Mohun Bagan) কাছে ০-৩ গোলে হার। ওড়িশা এফসির কাছে তৃতীয় ম্যাচে ৪-৬ গোলে হারের লজ্জা। তিনটি ম্যাচে ১০ গোল খেয়েছে এসসি ইস্টবেঙ্গল (SC Esst Bengal)। করেছে পাঁচটি।
ISL: ডার্বিজয়ের পরেই ৫ গোলে লজ্জার হার এটিকে মোহনবাগানের
কলকাতা ডার্বি এবং ওড়িশা ম্যাচে রক্ষণ বলে কার্যত কিছু ছিল না ইস্টবেঙ্গলের। এদিন প্রথম থেকেই খেলতে পারেন আদিল খান (Adil Khan)। আক্রমণে ড্যানিয়েল চিমা (Chima)। মাঝমাঠে ড্যারেন সিডল এবং পেরিসেভিক।