কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভাবেই সম্পন্ন হয়েছে দ্বিতীয় দফায় নির্বাচন। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে একথা জানান রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। তিনি আরও জানান, কমিশনের কাছে প্রায় ১ হাজার ৬০৫টি অভিযোগ জমা পড়েছে। কেশপুরে উত্তম দোলাই নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া কেশপুরে প্রার্থীসহ আরও পাঁচজন আহত হয়েছেন। চারটে গাড়ি ভাঙচুর করা হয়েছে। এই ঘটনায় 20 জনকে গ্রেপ্তার করা হয়েছে।