কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নতুন করে কোভিশিল্ডের (Covishield) অর্ডার দেওয়া হচ্ছে না । তাই কোভিশিল্ড উৎপাদন কমিয়ে দেওয়া সিদ্ধান্ত নিল সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া(Serum Institute of India) ।
মঙ্গলবার এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে সেরামের সিইও আদর পুনাওয়ালা(Adar Poonawalla) বলেন, কেন্দ্র থেকে কোভিশিল্ডের আর কোনও অর্ডার না পাওয়ার জন্য উৎপাদন ৫০% কমানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থা ।
তিনি জানিয়েছেন, দেশের জন্য বিপুল পরিমাণে ভ্যাকসিন মজুতের প্রয়োজন হলে তিনি অতিরিক্ত উৎপাদন ক্ষমতা রাখতে চান । সিইও প্রধান বলেন, "তবে আমি এমন পরিস্থিতিতে পড়তে চাই না, যার জন্য আমার কোম্পানি আগামী ৬ মাসে ভ্যাকসিন সরবরাহ না করতে পারে ।"
আরও পড়ুন, India Covid Update : দেশে গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হলেন ৮,৪৩৯, মৃত্যু হয়েছে ১৯৫
কোভিডের নয়া স্ট্রেন ওমিক্রনের বিরুদ্ধে বর্তমান ভ্যাকসিনগুলির কার্যকারিতা সম্পর্কে পুনাওয়ালা বলেন, এটা বিশ্বাস করার কোনও কারণ নেই যে, বর্তমান ভ্যাকসিনগুলি কাজ করবে না । সেইসঙ্গে তিনি জানিয়েছেন, ল্যানসেটের মতে এই ভাইরাসের বিরুদ্ধে অ্যাস্ট্রেজেনেকা ৮০ শতাংশ কার্যকর।