সাত বছর পেরোল রোহিত শর্মার (Rohit Sharma) ইডেন গার্ডেন্সের (Eden Gardens) ২৬৪ রানের ইনিংস। ১৩ নভেম্বর, ২০১৪। শ্রীলঙ্কার বিরুদ্ধে চতুর্থ একদিনের ম্যাচে বিশ্বরেকর্ড গড়েন তিনি। সেই কৃতিত্বের জন্য রোহিতকে শুভেচ্ছা জানাল বিসিসিআই (BCCI)।
শনিবার বিসিসিআই একটি টুইট করে প্রশংসা করেন রোহিত শর্মার। টুইটে লেখা হয়, "২০১৪ সালে আজকের দিনেই ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ স্কোরের রেকর্ড তৈরি হয়। রোহিত শর্মার ব্যাট থেকে আসে সেই ইনিংস। আরও একবার দেখে নেওয়া যাক সেই মুহূর্তগুলো।"
তখন আঙুলের চোট পাওয়ার পর টিমে সুযোগ পেয়েছেন রোহিত শর্মা। শ্রীলঙ্কা সিরিজের চতুর্থ ওয়ানডে ম্যাচ পড়েছিল কলকাতার ইডেন গার্ডেন্সে।
ম্যাচে প্রথমে একটু স্লো শুরু করেন রোহিত। অজিঙ্কা রাহানে ও অম্বতি রায়াডু আউট হওয়ার পর বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে ২০১ রানের পার্টনারশিপ করেন। বিরাট আউট হওয়ার পর আরও বিধ্বংসী হয়ে যায় রোহিতের ব্যাটিং।
১৭৩ বলে ২৬৪ রান করেন রোহিত। এর আগে নিউজিল্যান্ড ওপেনার মার্টিন গুপ্তিলের ২৩৭ রান ছিল ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর।