রিলায়েন্স ইন্ডিয়া লিমিটেডের ৪৪ তম অ্যানুয়াল জেনেরাল মিটিং 'রিল ২০২১' এ ঘোষিত হল জিও-র একগুচ্ছ নতুন প্ল্যান। খুব শিগগির ৫ জি পরিষেবা নিয়ে আসছে জিও। এ ছাড়া গুগল আর জিওর পার্টনারশিপে আসতে চলেছে ৫ জি জিও ফোন। এর পাশাপাশি রিলায়েন্স বাজারে আনতে চলেছে লো বাজেটের ল্যাপটপও। শোনা যাচ্ছে জিও বুক ল্যাপটপের জন্য রিলায়েন্স গাঁটছড়া বেধেছে কোয়ালকম সংস্থার সঙ্গে।