বৃহস্পতিবার সকালে আরিয়ান খানের সঙ্গে দেখা করার পর মুম্বাইয়ের আর্থার রোড জেলের বাইরে জনতার উদ্দেশ্যে হাতজোড় করে শুভেচ্ছা জানান শাহরুখ খান। আর এর মধ্য দিয়ে তিনি হৃদয় জয় করলেন।
নেটিজেনদের একাংশ কিং খানের প্রশংসা করেছেন এই ছবি দেখার পর। তিনি যথেষ্ট কঠিন সময় পার করছেন বলেও মনে করছেন অনেকে।
খুব স্বাভাবিকভাবেই জেলচত্ত্বরে শাহরুখ খান ক্যামেরাবন্দী হয়ে পড়েন। যদিও তিনি এখন বলিউড সুপারস্টার নন। বরং একজন সন্তানের পিতা হিসেবেই ক্যামেরার সামনে ধরা পড়েছেন।
স্বরা ভাস্কর শাহরুখের প্রতি সমর্থন জানিয়ে লিখেছেন, "শাহরুখ খান হলেন একজন অত্যন্ত ভদ্র এবং মার্জিত চরিত্রের উদাহরণ। তিনি ভারতের সমস্ত গুণগুলির এক আদর্শ স্বরূপ"।
তবে শাহরুখ খান বা আরিয়ান খানের নাম না করে সোনু সুদ লিখেছেন, "ক্যামেরা হাতে কারো আবেগের পেছনে ছোটার আগে মাথায় রাখুন ভগবানের ক্যামেরা কিন্তু আপনার দিকেই তাক করা"।
এই ঘটনাকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে পূজা ভাট আর্থার রোড জেলের বাইরে শাহরুখ খানের একটি ভিডিও শেয়ার করেছেন। তিনি লেখেন "আমার প্রিয় সংবাদমাধ্যমের বন্ধুরা, আমি জানি এখন যথেষ্টই কঠিন সময় এবং আপনাদের ওপর যথেষ্ট চাপ রয়েছে খবর সংগ্রহের জন্য, বাইট নেওয়ার জন্য। কিন্তু তার জন্য আপনাকে নজির সৃষ্টি করছেন সেটাকে নিজেদের সন্তান-সন্ততিদের কাছে কিভাবে ব্যাখ্যা করবেন?"
পরিচালক হংসল মেহেতা শাহরুখের সমর্থনে টুইট করে বলেছেন, "বলিউডের একজন সেলিব্রিটি, একজন স্টার মানে আপনার আবেগ, যন্ত্রণা এবং দায়বদ্ধতা সবকিছুই জনগণের মজা হৃদয়হীন অত্যাচার, নির্দয় বিচারব্যবস্থার শিকার।"
ইতিমধ্যেই শাহরুখপুত্র আরিয়ান খানের জেল হেফাজতের মেয়াদ বেড়ে দাঁড়িয়েছে ৩০ অক্টোবর পর্যন্ত।