দেখতে দেখতে চলে এল কিং খানের আরো একটা জন্মদিন। ২ রা নভেম্বর। এ বছর অবশ্য জন্মদিনের এক মাস আগে থেকেই নিয়মিত চর্চায় ছিলেন শাহরুখ খান। মাদককাণ্ডে টানা ২২ দিন জেলে থাকার পর সম্প্রতি মন্নতে ফিরেছেন ছেলে আরিয়ান। দীর্ঘ মানসিক ধকলের পর অবশেষে উদযাপনের মেজাজ মন্নতে। এরই মাঝে জন্মদিনটা ঘোরোয়া ভাবেই কাটবে বাদশার।
গত এক মাস পাঠান সহ সব ছবির কাজ বন্ধ রেখেছিলেন শাহরুখ। এবার আস্তে আস্তে কাজে ফেরার পালা। তবে নিজের জন্মদিনের দিন কয়েকের মধ্যেই ১৩ নভেম্বর, আরিয়ানের জন্মদিন। ছেলের জন্মদিন কাটিয়েই কাজে ফেরার ভাবনা রয়েছে বাবার।
অন্যান্য বছরের মতো ,মন্নতের ছাদ থেকে নিশ্চয়ই ভক্তদের হাত নাড়বেন শাহরুখ? অধীর অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।