আগামী ৩১ ডিসেম্বর বড় পর্দায় রিলিজ করবে শাহিদ কাপুরের (Shahid Kapoor) নতুন ছবি 'জার্সি' (jersey)। এই ছবিতে একজন ক্রিকেটারের ভূমিকায় অভিনয় করছেন শাহিদ। তাঁর কোচের ভূমিকায় রয়েছেন বাবা পঙ্কজ কাপুর(Pankaj Kapoor)। ইতিমধ্যেই শাহিদের 'জার্সি' নিয়ে হইচই শুরু হয়ে গিয়েছে। এবার অভিনেতা প্রকাশ্যে আনলেন প্রস্তুতিপর্বের অজানা গল্প।
ইন্সটাগ্রামে 'জার্সি'র প্রস্তুতিপর্বের ভিডিয়ো শেয়ার করেছেন শাহিদ। নিজের চরিত্র ফুটিয়ে তুলতে দীর্ঘদিন ধরে ক্রিকেট প্র্যাক্টিস করছেন তিনি। ক্রিকেট প্র্যাক্টিসের সময়ই হাতে গুরুতর চোট পেয়েছেন শাহিদ কাপুর। চোট এতটাই গুরুতর যে ২৫টি সেলাইও পড়েছে তাঁর হাতে। তবুও দমে যাননি শাহিদ। ভিডিয়োতে দেখা গিয়েছে, ট্রেনারকে আরও কঠোর অনুশীলন করাতে অনুরোধ করছেন তিনি।
'জার্সি' আসলে ওই একই নামের একটি তামিল ছবির রিমেক। শাহিদের শেয়ার করা ভিডিয়োয় তাঁকে দুর্দান্ত কিছু শট মারতে দেখা গিয়েছে, যা দেখে বোঝার উপায়ই নেই যে তিনি পেশাদার ক্রিকেটার নন।