পাকিস্তান ম্যাচে হারের পর মহম্মদ শামিকে কদর্য ভাষায় আক্রমণ নেটদুনিয়ার। ধর্ম নিয়ে শামিকে আক্রমণের সমালোচনা করে পাশে দাঁড়ালেন সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সেওয়াগরা। পাশে দাঁড়িয়েছেন ধারাভাষ্যকার হর্ষ ভোগলে ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
সচিন তেন্ডুলকর টুইট করে জানান, "টিম ইন্ডিয়াকে সমর্থন করা মানে টিমের প্রত্যেক সদস্যকে সম্মান করা। যারা দেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন, তাদের সম্মান করা। মহম্মদ শামি বিশ্বমানের পেসার। ওর একটা খারাপ দিন যেতেই পারে। প্রত্যেক খেলোয়াড়ের জীবনেই এমনটা হয়। আমি মহম্মদ শামি ও টিম ইন্ডিয়ার পাশে আছি।" টুইট করে শামির পাশে দাঁড়িয়েছেন বীরেন্দ্র সেওয়াগও। তিনি লেখেন, "শামির ওপর অনলাইন আক্রমণে আমি বিষ্মিত। আমি ওর পাশে আছি। যারা টিম ইন্ডিয়ার টুপি পরে মাঠে খেলতে নামে, তাদের কাছে দেশ অনেক আগে। শামি তোমার পাশে আছি। পরের ম্যাচে দেখিয়ে দাও।"
মহম্মদ শামির পাশে দাঁড়িয়েছেন ধারাভাষ্যকার হর্ষ ভোগলেও। তিনি সাফ জানিয়ে দেন, যাঁরা শামিকে আক্রমণ করছেন, তাঁরা যেন ক্রিকেট না দেখেন। তাঁর দাবি, এই ধরনের লোক ক্রিকেট না দেখলে কিচ্ছু যায় না আসে। টুইট করে শামির পাশে দাঁড়ালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও।