সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যু নিয়ে রূপা গঙ্গোপাধ্যায়ের পোস্টকে সমর্থন করে না দল। এমনটাই বললেন, রাজ্যের বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। তিনি জানান, এটি সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত অভিমত। দলের মত নয়। ফেসবুকে কী দেওয়া হল, কে মন্তব্য করল, কে আক্রমণ করল, এসব নিয়ে দল চিন্তিত নয়।
কালীপুজোর রাতে তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায়ের আকষ্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমেছে রাজ্য রাজনীতিতে। এরই মধ্যে ফেসবুকে কুরুচিকর পোস্ট করেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। বিজেপির ওয়ার্ড কো অর্ডিনেটর তিস্তা দাসের মৃত্যু নিয়েও মন্তব্য করেন রূপা। তিনি লেখেন, "সবাই যেন হঠাৎ বালিগঞ্জে একা হয়ে গেল। সরি বস।" এরপর নিজের পোস্টের তলায় তাঁর মন্তব্য, "তিস্তাকে নিয়েছ। মা কালী কিছু তো নেবেই।" এরপর রূপা লেখেন, "পুজো ঝকমক করা ও টাকা তোলা ছাড়া যার কোনও ভূমিকা ছিল না, তাঁর জন্য আমার কোনও সম্মান নেই। দুঃখিত।"
সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোকাহত সব রাজনৈতিক দলই। শুধু তৃণমূল বা কংগ্রেস নয়, শ্রদ্ধা জানিয়েছে বামফ্রন্ট ও বিজেপির শীর্ষ নেতারাও। বর্ণময় রাজনৈতিক চরিত্র সুব্রত মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়েছে সব দল। এরই মধ্যে রূপার পোস্ট ঘিরে তৈরি হয়েছে বিতর্ক।