সিদ্ধার্থ শুক্লার(Siddharth Shukla) মৃত্যুর পর থেকেই ভেঙে পড়েছিলেন তিনি । সিডের মৃত্যুটা কোনওভাবেই মেনে নিতে পারেননি শেহনাজ(Shehnaz Gill) । তাঁর মুখের হাসি যেন কেউ কেড়ে নিয়েছিল । দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে, নেট দুনিয়ার বাইরেই সিদ্ধার্থকে মনে করেই দিন কেটেছে শেহনাজের । তবে প্রায় দুই মাস পর ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার চেষ্টা শুরু করেছেন শেহনাজ । সিদ্ধার্থের মৃত্যুর পর প্রথম ইনস্টায় পোস্ট করলেন তিনি । এই পোস্টও কিন্তু সিদ্ধার্থকে কেন্দ্র করেই ।
সিদ্ধার্থ শুক্লাকে উৎসর্গ করে একটি গান তৈরি করেছেন শেহনাজ । শুক্রবার এই গানটি মুক্তি পেতে চলেছে । তারই একটি পোস্টার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সিডের শেহনাজ । পোস্টারে হাসিখুশিতে প্রাণবন্ত সিডনাজ । নাম- 'তু ইয়াহি হ্যায়' অর্থাৎ 'তুমি এখানেই আছ' । শেহনাজের সিড এখনও তাঁর কাছেই রয়েছে । শেহনাজের মনেই রয়েছে । রয়ে গেছে শুধু স্মৃতি ।
শেহনাজের এই পোস্ট দেখে অনুরাগীদের মনও কোথাও যেন কাঁদছে । সেইসঙ্গে সিডকে উৎসর্গ করে লেখা শেহনাজের গানের মুক্তির অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা ।