পাকিস্তানের ন্যাশানাল চ্যানেল পিটিভির একটি লাইভ শো চলাকালীন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতারকে অপমান করার অভিযোগ উঠল চ্যানেলের অ্যাঙ্কারের বিরুদ্ধে। এরপরেই অপমানিত হয়ে শো ছেড়ে চলে যান কিংবদন্তি পেসার শোয়েবআখতার। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তোলপাড়৷ বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন শোয়েবও।
পাকিস্তান বনাম নিউজিল্যান্ড ম্যাচ চলাকালীন এমন নজিরবিহীন ঘটনা ঘটল পাকিস্তান টিভি চ্যানেলে। সেই সময় শোতে আখতারের সঙ্গে উপস্থিত ছিলেন স্যার ভিভ রিচার্ডস এবং ডেভিড গাওয়ারের সঙ্গে অন্যান্য অতিথিরা।
Bhajji-Amir Tweet Battle: টুইট যুদ্ধে ভাজ্জি-আমির, মাঠের বাইরে লড়াই ভারত-পাকিস্তানের দুই প্রাক্তনী
গোটা ঘটনাটি নিয়ে টুইট করেছেন শোয়েব৷ টুইটারে ভিডিয়োটি প্রকাশ করেছেন তিনি। এরপরেই আখতারের ভক্তেরা সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ করতে শুরু করেছেন।